চট্টগ্রামে ডেঙ্গুতে সাবরিনা সুলতানা (২১) ও আব্দুল গণি (৯০) নামে দুই রোগীর মৃত্যু হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী। তিনি বলেন, দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে সাবরিনা সুলতানা চমেক হাসপাতালে ২২ ডিসেম্বর ভর্তি হন। চারদিন পর ২৬ ডিসেম্বর তিনি মারা যান। অন্যদিকে আব্দুল গণি ২৪ ডিসেম্বর ভর্তি হন চমেক হাসপাতালে। তিনিও সোমবার মারা যান।
এর আগে ২১ ডিসেম্বর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছির। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসেই ৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত। চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ, ১৩ জন নারী ও ১৩ জন শিশু।
বিডি প্রতিদিন/এএম