চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মজিবুল হক জাবেদ, আলী আজগর, আকতার হোসেন, আবুল কালাম আজাদ, লুৎফর রহমান প্রকাশ আলম, তৌহিদুল ইসলাম, বদরুদ্দোজা ভুট্ট, মুজ্জাম্মিনুল হক মোজাম্মেল, জসিম উদ্দিন এবং হারুন উর রশিদ। রবিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম