চট্টগ্রামের ধর্নাঢ্য ব্যবসায়ী এবং বিএনপি নেতা জামাল উদ্দিন চৌধুরীর হত্যা মামলার অন্যতম আসামি আবুল কাশেম চৌধুরী চেয়ারম্যান আত্মসমর্পন করেছেন। বিশ বছর পলাতক থাকার পর মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আকতারের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন কাশেম চেয়ারম্যান। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারি ফরিদ আহমেদ বলেন, ‘মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন কাশেম চেয়ারম্যান। শুনানী শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’ তিনি বলেন, ‘মামলায় মোট ৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। বাদিকে বার বার সমন দেয়া হলেও তিনি হাজির হচ্ছেন না। তাই সাক্ষ্যগ্রহণ এগোচ্ছে না।
জানা যায়, ২০০৩ সালের ১৬ জুলাই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে অপহৃত হন বিএনপি নেতা জামাল উদ্দিন। অপহরণের পর তার পরিবারের কাছে ১ কোটি টাকা দাবি করা হয়। ঘটনার দুই বছর পর ২০০৫ সালের ২৪ আগস্ট ফটিকছড়ির কাঞ্চননগরের পাহাড় থেকে জামাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। ২০০৬ সালের ১৬ আগস্ট এ মামলার চার্জশীট দেয় সিআইডি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আসামিদের বিরুদ্ধে চার্জশীট গঠন করা হয় ১৪ আসামির বিরুদ্ধে। এ মামলার ১২ আসামি জামিনে রয়েছে। আলমগীর এবং কাশেম চেয়ারম্যান কারাগারে রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল