চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ। আমাদের ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের প্রতি নজর দিতে হবে। অথচ বিএনপি জামায়াতকে শীতার্ত মানুষের পাশে দেখা যাচ্ছে না। তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিতে ব্যস্ত।
বুধবার (৪ জানুয়ারি) সকালে মুরাদপুর মোড়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিমের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণের এই অনুষ্ঠানে আ জ ম নাছির বলেন, একটি রাজনৈতিক দলের কাজ মানুষের পাশে দাঁড়ানো। জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করা। আর বিএনপি করছে তার উল্টোটা।
এসময় অন্যদের মধ্যে পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, পাচঁলাইশ থানা আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি, শাহজাহান সুফি, নগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম বাপ্পী, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম খালেদ বাবলু ও পলিটেকনিকেল ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদুল করিম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ