চট্টগ্রাম নগরীর খুলশীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর খুলশী থানার ঝাউতলা রেল লাইনে এলাকায় এ ঘটনা ঘটে।
শিমুলকে যারা হাসপাতালে নিয়ে এসেছেন তাদের বরাত দিয়ে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজ করতে বৈদ্যুতিক খুঁটিতে উঠেন শিমুল। এসময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নগরীর আকবরশাহ থানার কৈবল্যধাম আশ্রম এলাকায়। তার পুরো নাম জানা যায়নি বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এএম