চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেল স্টেশন এবং আশাপাশ এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মিনী ডা. তানজিলা করিম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল গফুর এবং চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম প্রমুখ।
পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। শীত জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম