চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাঙ্গু নদীর পাড় থেকে হরিপদ ঘোষ (৬৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। দুপুরে বাঁশখালী উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া এলাকায় সাঙ্গু নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হরিপদ ঘোষ আনোয়ারা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কড়াই পাড়া এলাকার সারদা চরণ ঘোষের পুত্র। তিনি হাত-পা ধুতে গিয়ে গত ৯ ফেব্রুয়ারি নদীতে পড়ে যান বলে জানিয়েছে পরিবার। পরে ১০ ফেব্রুয়ারি থানায় নিখোঁজের জিডি করা হয়।
বাঁশখালী থানার এসআই শহিদুল ইসলাম জানান, হরিপদ নামে এ ব্যক্তির মরদেহ সাঙ্গু নদীর পাড়ে পাওয়া গেছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেছেন।
বিডি প্রতিদিন/এএম