চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ সালাম বলেছেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে এদেশের জনগণ লাশ ও সন্ত্রাস-চাঁদাবাজি ছাড়া কিছুই পায়নি। জনগণের জান মালের নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন দিয়ে তাদের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। আগামী দিনেও যেন সেই অন্ধকার নরকের কীট অপশক্তি ক্ষমতায় আসতে না পারে তার জন্য ঐক্যবদ্ধ জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
নিহত আওয়ামী লীগ নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও সোলায়মান খানের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বুড়িশ্চর ও শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ আয়োজন করে। এতে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জসীম উদ্দিন শাহ, জাফর আহমেদ, উত্তর জেলা যুবলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, আ.স.ম রফিক মাস্টার, আবু বক্কর সিদ্দিকী, গোলাম মোস্তফা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম