চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৩৫) নামে এক যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে মারা যান। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মোশাররফ হোসেন ধুম ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন আলীর বাড়ির আব্দুল মোনাফ প্রকাশ তিতা মিয়ার ছেলে। দুর্ঘটনার পর পুলিশ চালক ও গাড়িটি আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ বাংলাবাজার মানিয়া মসজিদ আরাকান সড়কের পাশে গাছের ডাল কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ইটবোঝাই দ্রুতগতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে মোশাররফ হোসেনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম