চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা। ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে জাহেদ চৌধুরী।
বুধবার সন্ধ্যায় গণভবনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই দুইজনকে নৌকার টিকেট দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।
তফসিল অনুযায়ী, নাজিরহাট পৌরসভা নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ২০ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। অন্যদিকে বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ মার্চ দুই নির্বাচনের ভোট গ্রহণ হবে।
বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত ২০ ডিসেম্বর মারা যান। ৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল