চট্টগ্রামের বাজারে আগুন ছড়াচ্ছে মুরগী আর ডিম। তাদের সাথে বাড়ছে রসুন, আদাও। কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। গত সপ্তাহে ২০০ টাকা করে ব্রয়লার মুরগী কেজিতে বিক্রি করলেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২২৫ টাকায়। অপরদিকে গত সপ্তাহে ফার্মের ডিম ডজন ১৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৪৫ টাকা। তবে কমেছে শাক সবজির দাম। পাশাপাশি গত সপ্তাহের বাজারেও রসুনের কেজি ছিল ১৪০ টাকা, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২১০ টাকা। এ সপ্তাহের ব্যবধানে কেজিতে রসুনে বেড়েছে ৭০ টাকা। শুক্রবার নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজার ও চকবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি লাউ ৪০ ও ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৩০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ৫০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধা কপি ২৫ টাকা, পেঁপে ৪০ টাকা, আলু ৩০ টাকা, ঝিঙয়ে ৮০-৯০ টাকা, ঢেঁড়স ১শ’ টাকা, বেগুন ৪০ টাকা, মূলা ৩০ টাকা এবং শিমের বিচি ১শ’ টাকা।
মুরগি বিক্রেতা আবদুল হাকিম বলেন, ‘মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আগে মুরগির বাচ্চা আনতাম ২২ টাকা করে সেটা এখন আনতে হচ্ছে ৭৫ টাকা, ৮০ টাকা করে। মুরগি কিংবা ডিমে কম দামে বিক্রি করার সুযোগ নাই। কারণ সব দিকেই খরচ বাড়তি। মুরগির খাবারের দামও বাড়তি। যে কারণে মুরগির দাম দফায় দফায় বাড়ছে।’
বাজার করতে আসা প্রকৌশলী ইবরাহিম খলিল বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। তবে হু হু করে বাড়ছে মাছ ও মুরগীর দাম। এখন তো ডিমও খাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যে হারে দাম বাড়ছে সব কিছুর, মনে হয় না রমজানে এর চেয়ে ভালো থাকতে পারবো।
অপরদিকে দু’সপ্তাহ ধরে প্রতিকেজি ব্রয়লার মুরগি ২শ’ টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে ২২৫ টাকায়। সোনালী ৩৩০, দেশি মুরগি ৪৮০-৫শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের ডিম গত সপ্তাহে ডজন ১৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৪৫ ও সাদা ডিম ১৮০ টাকা করে বিক্রি হচ্ছে।
অন্যদিকে এখনো কমেনি কাঁচা মরিচের দাম। গত এক মাস ধরে মরিচ বিক্রি হচ্ছে ১শ’ টাকা। গত সপ্তাহে ১৩০ টাকা কাচা মরিচ বিক্রি হলেও এ সপ্তাহে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। পিয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা, আদা ১৬০ টাকা ও রসুন ২শ’ ১০ টাকা কেজি। গরুর মাংস ৭শ’-৮শ’ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।
বিডি প্রতিদিন/হিমেল