ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার সকালে মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, পেছন থেকে একটি ট্রাক অপর ট্রাককে ধাক্কা দিলে সামনের গাড়িটির চালকের সহকারী গাড়ির নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার শিকার গাড়ি থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম