চট্টগ্রামে হেফজখানার চার শিশু শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই শিক্ষকের নাম ওমর ফারুক। মঙ্গলবার সকালে সিএমপি’র বন্দর থানাধীন ২ নং মাইলের মাথা কলসী দিঘী এলাকার মার্কাজুল হুফাজ মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ফারুক জেলার বাঁশখালী উপজেলার মোস্তাফা কামালের ছেলে।
সিএমপি’র বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা বলেন, মার্কাজুল হুফফাজ মাদ্রাসার হেফজখানার এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকালে দেখা যায় একাধিক শিশু ওই শিক্ষকের যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এ পর্যন্ত ওই শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছে এমন চার জন শিক্ষার্থীর খোজ পেয়ে পুলিশ। পরে মাদ্রাসা কতৃপক্ষের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর অভিযুক্ত ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, ওমর ফারুক চার শিশুর ওপর যৌন নির্যাতন চালানোর কথা স্বীকার করেছেন। অভিযুক্তকে আদালতে সোপর্দ করার পর ভিকটিমরা জবানবন্দি দিয়েছেন। মাদ্রাসাও এ বিষয়ে পুলিশকে সহায়তা করেছে।
বিডি প্রতিদিন/এএম