হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সিএনজি অটোরিকশা উল্টে সাইফুল আলম নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আলমগীর কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি।
রাউজান হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। সেখান থেকে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এখনো কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি, পরে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/নাজমুল