নগরীর সল্টগোলা ক্রসিং জামে মসজিদ মার্কেট এলাকা থেকে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন। মামলায় মো. মোবারক (৩০) ও মো. মিরাজকে (৩৬) গ্রেফতার দেখানো হয়েছে। দুই আসামির মধ্যে মোবারক চা দোকানদার ও মিরাজ শিশুটির প্রতিবেশী।
জানা যায়, গত ২০ অক্টোবর মোবারক এবং ২৫ অক্টোবর মিরাজ শিশুটিকে একটি ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। দুইজনই শিশুটির বাবার পরিচিত। বিভিন্ন সময়ে শিশুটির সঙ্গে তারা কথা বলতেন এবং কিছু কিনে খাওয়ার জন্য টাকা দিতেন। ধর্ষণের বিষয়টি কাউকে না বলার হুমকি দিয়ে তার হাতে টাকা ধরিয়ে দেন তারা। গত ২৫ অক্টোবর শিশুটির হাতে টাকা ও মন খারাপ দেখে তার মা কী হয়েছে জানতে চাইলেও শিশুটি ঘটনা গোপন রাখে। পরদিন শিশুটির চাচাত ভাই বাসায় গিয়ে শিশুটিকে দাড়িওয়ালা এক লোকের সঙ্গে একটি ভবন থেকে নেমে আসতে দেখেছে বলে জানায়। শিশুটিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধর্ষণ চেষ্টা করেছেন বলে স্বীকার করে। সে কান্নাকাটি করলে তাকে বিষয়টি কাউকে না বলতে হুমকি দেয়।
বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা জানান, বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা তাদের খোঁজ নেওয়া শুরু করলেও তাদের পাননি। পরে বুধবার রাতে সল্ট গোলা মসজিদ মার্কেট এলাকায় দুজনকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করেন। এ সময় তারা ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করায় তাদের ধরে মারধর করেন স্থানীয়রা। খবর পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। দুই যুবকের বিরুদ্ধে শিশুর মা থানায় মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল