বান্দরবানের লামায় শিশুকে বলৎকার মামলার পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। অভিযুক্ত ওই আসামির নাম মো শাহীন ওরফে পুতু। গত ১৬ নভেম্বর নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলেও শনিবার তা র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, ২০২২ সালের ১৯ ডিসেম্বর বান্দরবান জেলার লামা থানাধীন মুসলিম পাড়া এলাকার এক শিশুকে বলৎকার করে শাহীন। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আত্মগোপন করেন শাহীন। গত বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও থানা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বান্দরবানের লামা থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম