চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে পুকুরে ডুবে রিপু আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপুর বাড়ি মধ্যম কদমতলী গ্রামে।
স্বজনদের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানার এসআই প্রদীপ কুমার মজুমদার জানান, রিপু সকালে বাড়ি থেকে একই ইউনিয়নের মোল্লাপাড়ার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে খোন্দকারপাড়া এলাকায় পুকুরে মুখ ধোওয়ার জন্য নামার সময় পা পিছলে পড়ে যান। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এএম