চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে মো. আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার দিনগত রাতে কাপ্তাই রাস্তার মাথার রফিক স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দঁগাও থানার এসআই লুৎফর রহমান সোহেল বলেন, সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিকশাসহ মো. আরিফকে গ্রেফতার করা হয়। চোরাই সিএনজি অটোরিকশাটি বিক্রির জন্য আরিফ কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থান করেছিলেন। আরিফের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও দুইটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম