চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বিএনপি নেতাদের সুচিকিৎসা ও মুক্তির দাবি জানিয়েছে নগর বিএনপি। পাশাপাশি চিকিৎসা না পাওয়ায় গভীর উদ্বেগ ও জীবনহানির শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
সোমবার নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে নেতারা বলেন, কারাগারে অসুস্থ হয়ে নগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরীসহ কয়েকজন নেতাকর্মী মানবেতরভাবে দিনাতিপাত করছেন। অসুস্থ নেতাকর্মীরা যথাযথ কারাবিধি অনুযায়ী সুযোগ সুবিধা ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সুচিকিৎসা এবং দ্রুত জামিনে মুক্তির দাবি জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশী হামলার পর থেকে চট্টগ্রামে দেড় হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বায়েজিদ থানা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইউছুপ, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, চকবাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনু ও স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন বগাসহ বেশ কয়েকজন নেতাকর্মী কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া খায়রুজ্জামান জুনু ও মো. আলমগীর গত সপ্তাহে আদালত থেকে জামিন পেলেও পুলিশ তাদেরকে পুনরায় কারা ফটক থেকে গ্রেফতার করে অন্য মামলায় কারাগারে পাঠিয়ে দেন। এরপর থেকে তারা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। সুচিকিৎসা এবং জামিনে মুক্তি না দিলে চট্টগ্রাম কারাগারে বন্দি ইকবাল চৌধুরীসহ অসুস্থ নেতাকর্মীদেরও পরিণতি অতীতে কারাগারে মৃত্যুবরণ করা নেতাকর্মীদের মতো পরিণতি ভোগ করতে হবে বলে আশঙ্কা করেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল