চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পূর্ব শত্রতার জের ধরে নুর মোস্তফা বজল (৫০) নামে এক গ্রাম সর্দারকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বজল ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং গ্রাম সর্দার ছিলেন।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বজলের আত্মীয় হন। তার বিরুদ্ধে এর আগেরও একাধিক মামলা আছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বজল ও স্থানীয় তৌহিদুল ইসলাম আপন মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়া নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের জন্য তৌহিদুলের বিরুদ্ধে গ্রাম্য সালিশে তাকে গ্রামে ঢুকতে নিষেধ করেন বজল। এ কারণেও বজলের উপর ক্ষিপ্ত ছিলেন তৌহিদুল। রবিবার সন্ধ্যায় বজলকে একা পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তৌহিদুল ও তার সাথে কয়েকজন বজলের উপর অতর্কিত হামলা চালায়। এই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বজলের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। পরে তার মৃত্যু নিশ্চিত করতে গুলিও করে। ঘটনার পর এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, হামলার পর বজলকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলেও তার আগেই তার মৃত্যু হয়েছে। ডান হাত বিচ্ছিন্নের পাশাপাশি বজলের বুকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম