নগরীর চান্দগাঁও ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬ জুয়াড়ি গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, মোহরা এলাকার এয়ার মোহাম্মদ সড়কের একটি বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ১১১টি তাস, জুয়ার বোর্ড ও নগদ ১৫শ ৪০ টাকা। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক জানান, দোস্ত বিল্ডিংয়ের তৃতীয় তলায় শিল্পী একাডেমির কক্ষে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বান্ডেল তাস ও নগদ টাকা জব্দ করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ