চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে ঝটিকা মিছিল করেছে যুবলীগ। বৃহস্পতিবার সকালে মো. হানিফ নামে এক যুবলীগ নেতার নেতৃত্বে ৮-১০ জন এই মিছিলটি করেন। ঝটিকা মিছিলের একটি ভিডিও আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মিছিলের স্থায়িত্ব ছিল ১ মিনিট ১১ সেকেন্ডের। ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, দিদারুল আলম (৪৩), আরিছ উদ্দিন নুরু (২৯), শাহেদ (২৮), জুয়েল (২৬) ও সুমন প্রকাশ বান্ডিয়া (২৫)।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, সকালের দিকে কিছু ব্যক্তি মিছিল বের করেছিল। তারে বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ইতিমধ্যে মিছিলে থাকা ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতার করার চেষ্টা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলের ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম নগর যুবলীগ ‘নেতা’ মোহাম্মদ হানিফের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। মিছিলের সামনে পাঞ্জাবি পরা এক তরুণকে নেতৃত্ব দিতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বয়সে তরুণ।
বিডি প্রতিদিন/এএ