মহাসড়ক নিরাপদ রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন। চালকসহ জনগণ তোয়াক্কা করছে না আইন, নিয়ম-নীতি। ফলে প্রতি মুহূর্তে ঘটছে নানা দুর্ঘটনা। অকালে ঝরে যাচ্ছে শত শত প্রাণ। এদিকে চার মাসে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মামলা দিয়েছে প্রায় ৫ হাজার। জরিমানা আদায় করা হয়েছে ২ কোটি ৯২ লাখ ৩৯ হাজার টাকা। জানা যায়, পাঁচ জেলার মহাসড়কের নিরাপত্তায় কাজ করতে গিয়ে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত চার মাসে বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ৫ হাজার মামলা করা হয়েছে। আর জরিমানা করা হয়েছে ২ কোটি ৯২ লাখ ৩৯ হাজার টাকা। তবুও নিরাপদ হয়ে উঠেনি এ অঞ্চলের মহাসড়ক। মামলাগুলোর মধ্যে রয়েছে- দ্রুত গতিতে গাড়ি চালানোর অপরাধে, মহাসড়কে থ্রি-হুইলারসহ নসিমন-করিমন, সিএনজি, অটোরিকশা মূল সড়কে চলাচলের অপরাধে ও ড্রাইভিং লাইসেন্স মামলা। এ চার মাসে দুর্ঘটনায় নিহত হয়েছেন নারী-পুরুষ ও শিশুসহ ৮৭ জন এবং আহত হয়েছেন ৫৫ জন। সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে ৭৫টি। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানান, মহাসড়ক নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যানবাহনের বিরুদ্ধে মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নৈশকালীন মহাসড়ক নিরাপদ রাখতে নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে।