আগামী হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৫৩টি হজ এজেন্সির অনুকূলে একটি করে মিশন ভিসা প্রদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। গতকাল পরিষদের সভাপতি ড. আবদুল্লাহ আল নাসের ও মহাসচিব আবদুল বাতেন এক বিবৃতিতে সরকারের কাছে এ দাবি জানান। ধর্ম উপদেষ্টা ও সচিবের কাছে প্রেরিত দাবিনামায় বলা হয়, যে সব এজেন্সির সর্বনিম্ন ৫০ জন হজযাত্রী আছে, তাদের প্রত্যেক এজেন্সির নামে একটি করে মিশন ভিসা প্রদান করতে হবে। নইলে হজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরিবর্তে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে। ৫০ জন হজযাত্রী অনেক। পূর্বে সর্বনিম্ন কোটা ছিল ৫০ জন তখন হজ কার্যক্রম বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছিল।
তাই ৫০ জন হজযাত্রীর জন্য একটি মিশন ভিসা প্রদানের অনুমতি অত্যাবশ্যক। নইলে হজযাত্রীরা ভোগান্তির শিকার হবেন এবং এজেন্সিগুলো সুষ্ঠুভাবে হজ পালন করতে পারবেন না।