ভারতীয় এবং পাকিস্তানি সংগীতের আগ্রাসন রুখে দিয়ে দেশি সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল বগুড়ায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়েছে। অরাজনৈতিক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ, বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় ভিন্ন ভিন্ন ভেন্যুতে একই দিনে হবে এ কনসার্ট। স্বাধীনতা কনসার্টে গাইবেন দেশের খ্যাতিমান সংগীতশিল্পীরা। যার প্রস্তুতি শুরু হয়েছে বগুড়ায়।
জানা গেছে, বগুড়ায় কনসার্টটি হবে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে। এ কনসার্টে অংশ নেবেন নন্দিত কণ্ঠশিল্পী খুরশীদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, আরেফিন রুমি, হৃদয় খান, মিজান, কর্নিয়া, আলম আরা মিনু, লুইপা, রাব্বী, সুকুমার বাউল, মুত্তাকী হাসিব, মুহিন, ব্যান্ড থাকছে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা, বগুড়া ইয়ুথ কয়্যারসহ স্থানীয় জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। ঢাকার কনসার্টে থাকবেন জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ অন্য জনপ্রিয় শিল্পীরা।