পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক মো. সিদ্দিকুর রহমানকে মোবাইল ফোনে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সোহাগ। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে এ বিষয়ে ওই যুবদল নেতার নামে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিদ্দিকুর রহমান।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংগঠন পরিপন্থি নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের পুরো কমিটি। গতকাল জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি বাউফল উপজেলা যুবদলের নেতারা বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড করে সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে সমালোচিত হন। উপজেলা যুবদলের আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ককে এর আগে বহিষ্কার করা হয়।
এ ছাড়া দল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় উপজেলা যুবদলের সদস্য সচিবকেও শোকজ করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলা যুবদলের পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক সিদ্দিকুর রহমান।