গাংনী উপজেলার রুয়েরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মাছুরা খাতুনের মধ্যে মতবিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার। রুয়েরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মাছুরা খাতুনের মধ্যে দীর্ঘদিন শত্রুতা রয়েছে। এর জের ধরে চলমান এ বিবাদে অতিষ্ঠ এলাকাবাসী ও ছাত্ররা।
এ কারণে গত ডিসেম্বরে প্রধান শিক্ষক আমিরুল ইসলামকে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়। তার ডেপুটেশন শেষ হলে মঙ্গলবার তিনি বিদ্যালয়ে যোগদান করেন। এর পর এদিন রাতে মাছুরা খাতুনের পরিবারের লোকজন তাকে মারধর করেন। রাতের আঁধারে কে বা কারা বিদ্যালয় ভবনে তালা ঝুলিয়ে দেয়। ফলে বিদ্যালয়ের ক্লাস করতে না পেরে প্রায় শতাধিক শিক্ষার্থী বাড়ি ফিরে যায়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মঙ্গলবার প্রধান শিক্ষক ডেপুটেশন শেষে স্কুলে যোগদান করেন। রাতে শিক্ষকরা জানতে পারেন কে বা কারা প্রধান শিক্ষককে মেরেছেন। সকালে স্কুলে এসে দেখেন স্কুলে তালার ওপড় আর একটি তালা মেরেছে।
রুয়েরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, আমি এক মাস ডেপুটেশন শেষে গতকাল যোগদান করি। রাতেই ম্যাডাম ও তার পরিবারের লোকজন আমাকে মারধর করে। সকালে স্কুলে এসে দেখি তালা মারা আছে।
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন বলেন, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মাছুরা খাতুনের মধ্যে কোন্দল নিয়ে একাধিক অভিযোগ শিক্ষা অফিসে এসেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকও অবগত আছেন।