কিশোরগঞ্জের ভৈরবে মসজিদ কমিটি গঠন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ভৈরব পৌরসভার চণ্ডিবেড় এলাকার মীরবাড়ি ও কাজীবাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। গুরুতর আহত সোলেমানকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও অলিউল্লাহকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীরবাড়ি ও কাজীবাড়ির মধ্যে মীরবাড়ির একটি মসজিদ রয়েছে। পাঁচ বছর পর গত সোমবার মসজিদের কমিটি গঠন করতে বসেন স্থানীয় নেতারা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল হয়। রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলবার সকাল থেকে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় নেতারা সময় নেন। রাতে হঠাৎ করে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষে অর্ধশতাধিক আহত হন। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।