পরীক্ষা শুরুর আগে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর কেন্দ্রের পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসেন। তার বাড়ি নগরীর মুলাটোল এবং তিনি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রংপুরের শিক্ষার্থী। এ অবস্থায় পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। তাৎক্ষণিক রংপুর জেলা ট্রাফিকের টিআই নূর আলম সিদ্দিকের তৎপরতায় অন্য পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল যোগে তার বাসা থেকে প্রবেশপত্র নিয়ে আসেন।
এদিকে পরীক্ষার্থীর প্রবেশপত্রসহ যথাসময়ে কেন্দ্রে পৌঁছে দেওয়ায় কেন্দ্রে উপস্থিত অভিভাবকরা এটিএসআই মোস্তাফিজসহ জেলা পুলিশ রংপুরের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।
পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় বলেন, তড়িঘড়ি করতে গিয়ে প্রবেশপত্র ছেড়ে আসি বাসায়। কেন্দ্রে প্রবেশ করে দেখি আমার কাছে প্রবেশপত্র নেই। হাতে সময়ও কম। তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানাই।
রংপুর জেলা ট্রাফিকে কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা শুরুর আগে এক পরীক্ষার্থী তার প্রবেশপত্র বাসায় ফেলে এসেছেন বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমাদের টিআই (অ্যাডমিন) গুরুত্বসহকারে বিষয়টি দেখার কথা বলেন। আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ওই পরীক্ষার্থীর বাসা থেকে প্রবেশপত্রসহ কেন্দ্রে পৌঁছে দিই।