বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছে বিএনপির প্রতিনিধিদল। পরে সম্মেলনে আসা অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন তিনি। এ সময় তিনি বলেন, বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে- এই নীতিতে বিশ্বাস করে বিএনপি।
অন্তর্বর্তী সরকারের পরে নির্বাচিত সরকারের নীতিমালার বিষয়ে তিনি বলেন, সম্মেলনে আগত সবার মধ্যে আগামী নির্বাচনের পরবর্তী সরকারের নীতিমালা নিয়ে কৌতুহল রয়েছে। বিনিয়োগের স্বার্থে সবার ঐক্য থাকা উচিত। আমরা বিশ্বাস করি বিনিয়োগ ছাড়া দেশ সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
বিগত সরকারের আমলে অর্থনৈতিক অবস্থা ধ্বংসের বিষয়ে বিএনপির নীতিনির্ধারক বলেন, বিগত সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধ্বংস হয়েছে। বিনিয়োগকারীদের যাতে কোনো প্রকার বাধার মুখে পড়তে না হয়, সেজন্য আমূল পরিবর্তন করবে বিএনপি। বিনিয়োগ সমৃদ্ধ দেশ করতে বিএনপি সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা আসার পর থেকে প্রত্যেক বিনিয়োগকারীকে একজন ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে, যাতে তাদের কোনো মন্ত্রণালয়ে দৌড়াতে না হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।