দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ১৮ এবং তার স্বামী তাওফিক নেওয়াজের ৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে দীপু মনির সম্পদ ৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৮৫৬ টাকা এবং তাওফিক নেওয়াজের ৫ লাখ ৮৭ হাজার ৫৩৫ টাকা রয়েছে। দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের (গালিব) আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।