রেলের জায়গায় কবরস্থান, মসজিদ ও মাজার রক্ষা করা হবে বলে আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। চট্টগ্রাম নগরীর হালিশহরের গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকার শতবর্ষী মসজিদ, কবরস্থান, মাজার রক্ষায় এবং জনস্বার্থবিরোধী লিজ বাতিলের দাবিতে রেল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা গতকাল উপদেষ্টা ফাওজুল কবিরের খানের কাছে স্মারকলিপি দেন। এ সময় তিনি এ আশ্বাস দেন। গতকাল নগরীর সিআরবি রেল ভবনে উপদেষ্টার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় উপদেষ্টা লিজ দেওয়া জমির মধ্যে ধর্মীয় স্থাপনা কীভাবে অন্তর্ভুক্ত হলো তা জানতে চান এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা ও রেল কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, রমজান মাসের মধ্যে কবরস্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। ফলে রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে সিজিপিওয়াইতে ইতোমধ্যে সর্বদলীয় সাতটি সংগঠন একসঙ্গে মানববন্ধন করে সিআরবি ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন কর্মচারীরা। তাই মানবিক ও আইনি দৃষ্টিকোণ থেকে উপদেষ্টার কাছে বিষয়টির স্থায়ী সমাধান চান তারা।