চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়েছেন স্বামী ফরিদুল আলম। স্ত্রী মিনু আক্তার (৩৫) উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার অজি আহমদের মেয়ে। গতকাল ভোররাতে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার শেওলা বাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা যায়, বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকিরবাড়ির মৃত দুদু মিয়ার ছেলে নইমুদ্দিন প্রকাশ ফরিদুল আলমের (৪২) সঙ্গে মিনু আক্তারের বিয়ে হয় ১৫ বছর আগে। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।