প্রেমিকা ও তার ভাইয়ের ছুরিকাঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি দুই সন্তানের জনক প্রেমিকের মৃত্যু হয়েছে। মৃত মাসুদুর রহমান (৪৫) নগরীর নতুন বাজার দারোগা বাড়ির বাসিন্দা। অভিযুক্ত প্রেমিকা নগরীর কলেজ এভিনিউ এলাকার ভাড়াটিয়া শওকত মোল্লার কন্যা শান্তা ও ছেলে লোকমান হোসেন।
মৃত মাসুদুর রহমানের বোন ছনিয়া হোসেন জানান, তার ভাইয়ের স্ত্রী আট মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। স্ত্রী মারা যাওয়ার পর স্বামী পরিত্যক্তা শান্তার সঙ্গে পরিচয় ও প্রেম হয়।
ছনিয়া বলেন, ভাই একটি বেকারিতে চাকরি করে। গত বুধবার সন্ধ্যার পর বেকারির দেড় লাখ টাকা ও বেতনের ১৫ হাজার টাকা নিয়ে মালামাল কিনতে যাওয়ার সময় শান্তা ফোন করে বাসায় ডেকে নিয়ে তার ভাইসহ ছুরিকাঘাত করে। তখন ভাই ফোন দিয়ে তার বন্ধুকে বিষয়টি জানিয়েছে। ওই বন্ধু পুলিশ নিয়ে ভাইকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিল। এ সময় পুলিশ শান্তা ও তার ভাইকে আটক করে। কিন্তু পরে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেন ছনিয়া।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বুধবার রাতে নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি বাসায় মাসুদকে ছুরিকাঘাত করা হয়। এরপর অভিযুক্ত প্রেমিকা শান্তাকে আটক করা হয়েছিল। তখন মাসুদ দুর্ঘটনায় জখম হয়েছে বলে জানালে অভিযুক্ত শান্তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এ বিষয়ে অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছিলেন মাসুদ।
ওসি বলেন, মাসুদ বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে, সেহেতু আমরা বিষয় নিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।