চুয়াডাঙ্গায় তরমুজ লাল না হওয়ায় বিক্রেতাসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে শহরের ফেরিঘাট সড়কের লোহাপট্টিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শান্তিপাড়ার সদর আলীর ছেলে তরমুজ বিক্রেতা আমিরুল ইসলাম (৩৭) ও তার বন্ধু বেলগাছী গ্রামের মৃত দুলাল মণ্ডলের ছেলে রুবেল হোসেন (৩৫)। আমিরুল জানান, শুক্রবার সকালে এক ক্রেতার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বড়বাজার এলাকায় রাতে রুবেল ও আমার ওপর এলোপাতাড়ি হামলা চালায় কয়েকজন যুবক।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, তরমুজ ক্রয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহত আমিরুলকে রাজশাহী অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।