নৌকা বা ট্রলারে করে খুলনা নগরীতে প্রবেশের জনবহুল পথ রূপসা ঘাট পারাপারে অতিরিক্ত টোল আদায়, যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ঘাটের পন্টুন-গ্যাংওয়ের বেহালদশা থাকলেও চলতি মাসের শুরুতে হঠাৎ করেই টোল দ্বিগুণ করা হয়। নদী পারাপারে ঘাট ও নৌকা মিলিয়ে প্রতিদিন আসা-যাওয়ায় ১২ টাকা দিতে হয়। সেসঙ্গে টোল আদায়ের নামে নারী ও শিশুদের টানাটানিতে বিব্রতকর অবস্থা তৈরি হয়। কোনো মালামাল নিয়ে ঘাট পার হতে গেলে ইচ্ছামতো টাকা দাবি করে ঘাট ইজারাদার। টাকা না দিলে নাজেহাল হতে হয়। এদিকে ঘাট পারাপারে নৈরাজ্যের অবসান এবং টোলমুক্তের দাবিতে গতকাল রূপসা নদীর পশ্চিম পাড়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ সাধারণ মানুষ। এতে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা মানববন্ধনে অবিলম্বে ঘাট ইজারা বাতিল করে ঘাটটি টোলমুক্ত ও ঘাট পারাপারে ফেরি ব্যবস্থা চালুর দাবি জানান। উল্লেখ্য, রূপসা ঘাট দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ দক্ষিণাঞ্চলে বিভিন্ন রুটে যাতায়াতকারী প্রায় ৫০ হাজার মানুষ এ ঘাট দিয়ে পারাপার হয়।