ইরানি রাষ্ট্রদূত মো. মানসুর চাভোসীর সঙ্গে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা হয়েছে। চেম্বারের সম্মেলন কক্ষে গতকাল এ সভা হয়। চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মানসুর চাভোসি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিনের। এদেশ থেকে প্রচুর পরিমাণ পাট পণ্য ইরানে রপ্তানি করা হয়। বর্তমানে এর চাহিদা আরও ব্যাপক। ইরানের রাজধানী তেহরানে প্রতি বছরই এক্সপো ট্রেড ফেয়ার হয়। সেখানে বিশ্বের অনেক দেশ অংশ নেয়। বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণ করতে এফবিসিসিআইর মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। বর্তমানে অনলাইনের মাধ্যমে উভয় দেশের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন- গোলাম কিবরিয়া বাহার, হাসান আলী আলাল, মনসুর রহমান, মুকুল হোসেন, মো. শহীদ, জাকিউল ইসলাম প্রমুখ।