ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে গতকাল দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। আইএসপিআর জানায়, মিয়ানমারে ১২০ টন ত্রাণসামগ্রী হস্তান্তর শেষে ‘বানৌজা সমুদ্র অভিযান’ দেশের উদ্দেশে ১৩ এপ্রিল দেশটির ইয়াঙ্গুন বন্দর ত্যাগ করে।
উল্লেখ্য গত ৩০ মার্চ ও ১ এপ্রিল ৫৫ সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল মিয়ানমারে পাঠানো হয়।