খুলনায় জ্বালানিসংকটের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধিতে বিপাকে পড়েছেন শিল্পমালিকরা। গ্যাসের বদলে বিদ্যুৎ ও ফার্নেস অয়েল ব্যবহারে উৎপাদন ব্যয় অনেক বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযাগিতায় টিকতে পারছে না শিল্পকারখানা। ফলে লোকসানের মুখে বন্ধ হচ্ছে একের পর এক প্রতিষ্ঠান।
এ অবস্থায় খুলনায় দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান করেন নাগরিক নেতারা। গতকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নাগরিক সংগঠন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ জামান।
বক্তারা বলেন, পাইপলাইনে গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন শিল্পোদ্যোক্তারা। এখনই আন্দোলনে সোচ্চার না হলে পাইপলাইনে গ্যাস পাওয়া যাবে না। তারা ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইনে গ্যাস সরবরাহে রুট পরিবর্তনের প্রতিবাদে এবং দ্রুত খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবি জানান।
উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, নাগরিক নেতা হাফিজুর রহমান, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, খুলনা নাগরিক সমাজের সভাপতি রাকিবুল আলম সাচ্চু, খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খান মনিরুজ্জামান, জামায়াত মহানগর শাখার সেক্রেটারি জাহাঙ্গীর হুসাইন হেলাল। দাবি মানা না হলে শিগগিরই গণ অনশন কর্মসূচি দেওয়া হবে বলে জানান নাগিরক নেতারা।