ঢাকাসহ সারা দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে এই অভিযান শুরু হয় বলে জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তাৎক্ষণিকভাবে ময়মনসিংহের গৌরীপুর সাবরেজিস্ট্রি কার্যালয় এবং নওগাঁ সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।
জানা গেছে, জমি রেজিস্ট্রি, নামজারি, নকল উত্তোলনসহ গ্রাহকদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে একযোগে সারা দেশে এই অভিযান শুরু হয়। অভিযানে গৌরীপুর সাবরেজিস্ট্রি অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পান দুদকের এনফোর্সমেন্ট টিমের কর্মকর্তারা।
সেখানে তিন সদস্যবিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মো. সারোয়ার হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, অনেক দিন ধরেই সাবরেজিস্ট্রি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি, ঘুষ লেনদেন, নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির কথা চাউর হচ্ছিল। মূলত এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা সরেজমিন অভিযান পরিচালনা করতে এসে সংশ্লিষ্ট অফিসের নিরাপত্তাকর্মী রসুল মিয়া এবং অফিস সহকারী শিউলীর যোগসাজশে নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ হাতেনাতে পান। এ ছাড়া এ কার্যালয়ে ঘুষ লেনদেনসহ নানা ধরনের হয়রানি ও অনিয়মের সত্যতা মিলেছে।
এদিকে নওগাঁ সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালান দুদকের সমন্বিত জেলা কার্যালায় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা। তিনি বলেন, সাবরেজিস্ট্রি অফিস ও দলিল লেখকদের যোগসাজশে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এমন কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই অফিসে অভিযান পরিচালনা করা হয়। আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি।