ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের মা বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
সৈয়দা রাহেলা বেগম দীর্ঘ ৫০ বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন। রংপুরে নারী শিক্ষার অগ্রগতিতে তার অবদান সর্বজনবিদিত। টানা ৩৭ বছর তিনি মুন্সিপাড়ার মরিয়ম নেছা স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছিলেন। তিনি তিন ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। সৈয়দা রাহেলা বেগমকে তার শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জের চত্রায় স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়।
প্রয়াত সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জের চত্রায়, রংপুর শহরে এবং ঢাকায় দোয়া মাহফিলের আয়োজন করেছে তার পরিবার। তার রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।