বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে গরিব-দুস্থ আরও ৪৯ রোগীর চোখের অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত হাসপাতালটিতে দিনব্যাপী এ অস্ত্রোপচার চলে। এ নিয়ে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটিতে ৩ হাজার ৪৪৪ জন রোগীর বিনামূল্যে চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
গতকালের এ অস্ত্রোপচার কার্যক্রমে সহযোগী হিসেবে ছিল ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং চিকিৎসা সহায়তা কেন্দ্র (চাঁপাইনবাবগঞ্জ)। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. আক্তার ফেরদৌসি জাহান, ডা. জেরিন পারভীন এবং ডা. নুসরাত লুবনা ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নারগিস বেগম (৪০) বলেন, ‘চার বছর ধরে চোখের সমস্যায় ভুগছি। টাকার অভাবে ভালো চিকিৎসা নিতে পারিনি। বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে অনেক পরীক্ষানিরীক্ষার পর অপারেশন করেছে। গাড়ি দিয়ে ঢাকায় এনেছে। থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। আবার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবে।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই গরিব-দুস্থ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে চক্ষু ক্যাম্প করে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে বাছাই করে রোগীদের ঢাকায় এনে অস্ত্রোপচার করা হয়। এ ক্যাম্পটি গত ৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। সেখানে ১ হাজার ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ৪০০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।