শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। সেনাবাহিনীর টহল টিম শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। ঈদ বোনাস, উৎসব ভাতাও সঠিক সময়ে পরিশোধ করা হয় না। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও তারা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ঘটনার পরই শ্রীপুর থানা পুলিশ, র্যাব, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। শ্রমিকরা তাদের দাবি মেনে নেওয়ার পর মহাসড়ক ছেড়ে যাওয়ার কথা জানান। পরে সেনাবাহিনী এসে কথা বললে শ্রমিকরা দুপুর ১২টার দিকে মহাসড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।