মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়। নববর্ষে ঢাকায় ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর কারণে এ অগ্নিকা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মুখাকৃতি তৈরি করেছেন, ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরি করেননি।
বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাাফিজুর রহমান বলেন, মানবেন্দ্র ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ছাড়া পুড়ে যাওয়া ঘরটি নতুনভাবে নির্মাণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক।