রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ইমারত নির্মাণ বিধিমালা না মেনে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রাজউক সভাকক্ষে অ্যাপিলেট উপকমিটির সভায় এ কথা বলেন তিনি। পাশাপাশি সভায় ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী রাজউকের অনুমোদিত অফিসার, ইমারত নির্মাণ কমিটি ও বৃহদায়তন বা বিশেষ প্রকল্প অনুমোদন কমিটির আদেশের বিরুদ্ধে পেশকৃত আপত্তি নিষ্পত্তির শুনানি অনুষ্ঠিত হয়।
সভায় রাজউক চেয়ারম্যান বলেন, একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিধি অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। আশপাশের ভবনে ব্যত্যয় হয়েছে ভেবে নিজের ভবনেও ব্যত্যয় করা যাবে না।
বরং অন্যরা যারা নিয়মের ব্যত্যয় করেছে তাদের তথ্য রাজউককে জানালে রাজউক দ্রুত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া গতকাল সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাজউকের আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনে নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন নির্মাণ রোধে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত নগরায়ণ, ভূমির সুষ্ঠু ব্যবহার ও বিধি মোতাবেক ভবন নির্মাণের লক্ষ্যে সংস্থাটির আওতাধীন এলাকায় জমি ও প্লট মালিকদের প্রতি সভায় আহ্বান জানানো হয়। সংস্থাটির আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনের নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন ভবন নির্মাণ রোধে নোটিস প্রদান, নির্মাণকাজ বন্ধ, মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হবে বলে জানানো হয়। সতর্ক করার পরও নির্মাণকাজ অব্যাহত রাখলে প্রয়োজনে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় রাজউক চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা।