পঞ্চগড়ে বিষপানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল মা বিউটি আক্তার (২৮) ও ছেলে মুসার (৫) মৃত্যু হয়। তারা শহরের নিমনগড় এলাকার মতিউর রহমানের স্ত্রী ও সন্তান। মতিউরের জুয়ার আসক্তি ও সংসারে অভাব-অনটন নিয়ে কলহের কারণে এ ঘটনা ঘটে বলে দাবি বিউটির পরিবারের। অভিযোগ অস্বীকার করেছেন মতিউর। স্ত্রী বিউটির স্বজন ও স্থানীয়রা জানান, মতিউর রহমান ও বিউটি আক্তারের এক ছেলে ও এক মেয়ে। মতিউর চা ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন। হতাশ হয়ে আসক্ত হয়ে পড়েন অনলাইন জুয়ায়। এ নিয়ে দম্পতির কলহ শুরু হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী বলেন, আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।