রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে বিরোধের জেরে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন পিকআপ চালক ও শ্রমিকরা। পুলিশ বলছে, একটি পিকআপের লুকিংগ্লাস নষ্ট থাকায় গাড়ির কাগজপত্র দেখতে চাইলে সড়ক অবরোধ করেন তারা। গতকাল সকাল সাড়ে ১০টায় সড়ক অবরোধ শুরু হয়। এ সময়ে গাবতলী হয়ে কোনো গাড়ি রাজধানীতে ঢুকতে ও বেরোতে পারেনি।
নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে যান চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়ে রাজধানীর বিভিন্ন সড়কে। জানা গেছে, ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট একটি পিকআপে লুকিংগ্লাস না থাকায় কাগজপত্র যাচাই করেন। এ সময় তর্কাতর্কির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। অবস্থা বেগতিক দেখে গাবতলীতে দায়িত্বরত সব পুলিশ সদস্য ওই এলাকা ত্যাগ করেন। শ্রমিকরা তখন রাস্তার ওপর আড়াআড়িভাবে গাড়ি রেখে অবরোধ করেন।
মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইয়াসমিনা ফেরদৌস বলেন, ‘একটি পিকআপের লুকিংগ্লাস নষ্ট ছিল। চালককে সিগন্যাল দিয়ে তার গাড়ির কাগজপত্র দেখতে চান একজন সার্জেন্ট। এতে চালক ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে বাগবিতন্ডায় জড়ান। পরে গাবতলী থেকে আরও পিকআপ চালক এসে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে তারা গাবতলী সড়ক অবরোধ করেন। দুপুর ১২টার পর অবরোধ তুলে নেন।’