রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আরাফাত হোসেন খান (৩৫) নামে এক হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের বাবা গোলাম হোসেন বলেন, ‘আমার ছেলে বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।
এক মাস আগেও তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল। সকালে তার রুমে কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে আছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মৃতের গলায় ফাঁস নেওয়ার চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠিয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।