রাজধানীর গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত রিকশার চালকরা। গতকাল দুপুরে গুলশান-২ এর রাস্তায় বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হলে গুলশানে অন্য রিকশাও চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
এক সময় গুলশানে শুধু নিবন্ধিত প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও গত সাত-আট মাস থেকে অবাধে চলাচল করছিল ব্যাটারিচালিত রিকশা। গতকাল থেকে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্যাটারিচালিত রিকশা বন্ধে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘আমরা গুলশান, বাড্ডা, নর্দ্দা ইত্যাদি এলাকায় রিকশা চালাই। গুলশান সোসাইটি রিকশা চলাচল সীমিত করে একটি সিন্ডিকেট তৈরি করতে চাইছে। ২০ হাজার টাকার প্যাডেল রিকশা কয়েক গুণ বেশি দামে রাস্তায় নামানো হচ্ছে। এতে গরিব মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে যাচ্ছে।’ গুলশানের এক বাসিন্দা আরাফাত আলী বলেন, ‘আগে গুলশানে নিবন্ধিত রিকশাগুলো চলাচল করত, তখন পরিবেশ খুব ভালো ছিল। কিন্তু গত সাত-আট মাস ধরে ব্যাটারিচালিত রিকশা চলাচল করে গুলশানের পরিবেশ নষ্ট করে দিয়েছে। তারা দ্রুতগতিতে রিকশা চালিয়ে দুর্ঘটনা ঘটায়। বাসিন্দারা এসব রিকশার কারণে সড়ক পারাপারেও ভয় পান।’