খুলনা জেলা প্রাথমিক শিক্ষার দাপ্তরিক চিঠিতে মুজিব বর্ষের লোগো ও ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান ব্যবহার করার অভিযোগ উঠেছে। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের ১৩ এপ্রিল স্বাক্ষরিত স্মারক নং-৮৬১ চিঠিতে এ লোগো ও স্লোগান ব্যবহার করা হয়। বাগেরহাটের পিটিআইতে কর্মরত পরিদর্শক (ইনস্ট্রাক্টর) প্রভাষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে ‘বুলিং-টিজিং সংক্রান্ত’ অভিযোগ তদন্তে এই চিঠিটি সংশ্লিষ্ট ইনস্ট্রাক্টর, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, বাগেরহাট জেলা ও মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। এদিকে ‘মুজিব বর্ষের লোগো ও শেখ হাসিনার স্লোগান’ ব্যবহার করা এ চিঠির কথা জানাজানি হলে শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিদর্শক প্রভাষ কুমার বিশ্বাস জানান, ১৬ এপ্রিল চিঠি হাতে পাওয়ার পর সেখানে ওই লোগো ও স্লোগান দেখে তিনি বিস্মিত হয়েছেন। মোরেলগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অসিত বর্মণ জানান, খুলনা ডিপিইও অফিস থেকে ওই চিঠিটি মোরেলগঞ্জ শিক্ষা অফিসের মেইলে আসে। চিঠিতে ‘মুজিব বর্ষের লোগো ও শেখ হাসিনার স্লোগান’ ব্যবহার করায় এটি নিয়ে বিতর্ক তৈরি হলে উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে তিনি মেইলটি ডিলিট করে দেন। তবে একই চিঠি বাগেরহাটের পিটিআইসহ বিভিন্ন দপ্তরে দেওয়ায় সেখান থেকে তা শিক্ষক-কর্মকর্তাদের মাঝে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য এর আগে প্রভাব বিস্তারের মাধ্যমে ই-নথির দক্ষতা না থাকলেও মিথ্যা তথ্যে খুলনা পিটিআই অফিস সহকারী কম্পিউটার অপারেটর শারমিন আক্তারকে অতিরিক্ত নম্বর দিয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী মনোনীত করার অভিযোগ ওঠে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলমের বিরুদ্ধে। এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনে প্রতিবেদন প্রকাশের পর ১৫ এপ্রিল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিক তদন্ত করেন সহকারী পরিচালক মুহা. ফজলে রহমান।